জবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ: ২০১৫-১১-০২ ১৯:৫৯:৫৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ৭৬০টি (বিজ্ঞান- ৭২৫টি ও অন্যান্য-৩৫) বিপরীতে ১০হাজার ৯৫ জন (বিজ্ঞান- ৯,৭৫১ জন এবং অন্যান্য শাখা- ৩৪৪ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd )-এ পাওয়া যাচ্ছে।
এবার ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ৫৭ হাজার ৭০৩ জন আবেদন করেন। এর মধ্যে ৪৮ হাজার ৪৩৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রেজাল্ট দেখতে ক্লিক করুন
সানবিডি/ঢাকা/রাআ