ডিবির ধাওয়ায় একজনের মৃত্যু
প্রকাশ: ২০১৫-১১-০৩ ১১:২৩:২৯
শহরের স্টেশন এলাকায় ডিবি পুলিশের ধাওয়া খেয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম শহরের বাগান পাড়ার জুলমত মণ্ডলের ছেলে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমির আব্বাস জানান, মৃত শহিদুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জালটাকা ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। তার নেতৃত্বে ডিবি পুলিশ দলের ধাওয়া খেয়ে শহিদুল মাটিতে পড়ে যাওয়ার কথা স্বীকার করলেও তার মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী জাহানারাসহ অন্যরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের ৪ সদস্য স্টেশন এলাকায় শহিদুলসহ ৩ জনকে ধরতে ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও মাটিতে পড়ে যায় শহিদুল। ঘণ্টাখানেক পরে থাকার পর রাত ১০টার দিকে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত বলে ঘোষণা দিলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার বেলা ১১টায় তার দাফন কাজ শেষ হবার কথা রয়েছে।
নিহতের পরিবার জানায়, শহিদুল ইতোপূর্বে তিন দফা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তবে পুলিশের ধাওয়ায় মৃত্যু হওয়ায় পরিবারের কেউ আইনগত ব্যবস্থা নেবে কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেছে তারা।
সানবিডি/ঢাকাএস/এস