তীব্র গ্যাস সংকটে নোবিপ্রবি
প্রকাশ: ২০১৫-১১-০৩ ১৫:৪৪:২২
বেশ কিছুদিন যাবত নোবিপ্রোবি(নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) তে গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করছে।চুলায় গ্যাসের চাপ খুবিই কম ফলে নিয়মিত রান্না হচ্ছে না হলের ডাইনিং গুলোতে। ডাইনিং এর কর্মচারীদের সাথে কথা বলে জানা যায় সকাল ৭-৮ টার পরে গ্যাস থাকে না যার ফলে দুপুরের রান্না করতে হয় অনেক সকালে, এর দরুন শিক্ষার্থিদের খেতে হয়
ঠান্ডা খাবার।
এছাড়াও বিকালে গ্যাস আসলেও তা দুই এক ঘণ্টার বেশি থাকে না। ফলে অল্প সময়ের মধ্যে রান্না না করলে সেই বেলা আর রান্না হয় না। গ্যাস না থাকার দরুন হলগুলোতে নিয়মিত রান্না হয় না। ফলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যান্টিন অথবা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টং(ছোট দোকান) গুলোতে খেতে হচ্ছে।
এখানেও তারা হয়রানির শিকার। ক্যান্টিন ও টংগুলোতেও নিচ্ছে অতিরিক্ত দাম। ফলে দেখা যাচ্ছে এক বেলা খেতেই তাদের লেগে যাচ্ছে ৭০-৮০ টাকা। এছাড়াও ক্যান্টিন ও টংগুলোর খাবারও অতি নিন্ম মানের। তার চেয়ে বড় কথা বাইরেও এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে না। বাইরেও চলে খাবার সংকট। ফলে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে শিক্ষার্থীদের।
সানবিডি/ঢাকা/সাকিব/এসএস