হুমকির মুখে পড়তে পারে ৫ টিভি চ্যানেল
আপডেট: ২০১৫-১১-০৩ ১৮:৫১:১২
ঈদের নাটকে ধূমপানের দৃশ্য দেখানোর অভিযোগে পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। চ্যানেল পাঁচটি হলো: এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলাভিশন।
বাংলাদেশ এনভায়রনমেন্ট কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে গত রবিবার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়।
গত ঈদুল ফিতরের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাটকের ওপর সমীক্ষা চালিয়ে বাংলাদেশ এনভায়রনমেন্ট কাউন্সিল দেখতে পায় পাঁচটি চ্যানেলের নাটকে ধূমপানের দৃশ্য রয়েছে। এগুলোতে ৫২ বার ধূমপানের দৃশ্য ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কেবল একটি নাটকেই ৩০ বার ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে।
তামাকবিরোধী সংগঠনগুলোর মতে, আইন অনুযায়ী কেবল সিনেমায় কাহিনীর প্রয়োজনে ‘অত্যাবশ্যক’ হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য দেখানোর বিধান রয়েছে, তবে সেক্ষেত্রে ওই দৃশ্য দেখানোর সময় তার নিচে ‘ধূমপান/তামাক সেবন মৃত্যু ঘটায়’ এই সতর্কবাণী প্রচার করতে হবে।
সানবিডি/ঢাকা/রাআ