বাসে অগ্নিসংযোগ করে প্রতিশোধ নিলো ঢাবি শিক্ষার্থীরা
প্রকাশ: ২০১৫-১১-০৩ ২০:৩০:১৬
৩ নভেম্বর ২০১৫ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। এসময় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নির্বাপন করে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল্লাহ হলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থ গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে যায়। এসময় স্কাই লাইন পরিবহনের একটি বাস সেখানে আসে। তখন ওই শিক্ষার্থীরা বাসটিতে উঠে সাইকেলের চেইন বাসের চালকের গলায় পেঁচিয়ে বাসটি তাদের কথা মতো শহীদুল্লাহ হলের সামনে নিয়ে যায়।
পরে বাসের চালক মোহাম্মদ আলী, হেলপার ফারুক ওসুপারভাইজার মিলনকে বাস থেকে নামিয়ে রড ও লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বাসের চালক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তারা জানায়, কয়েক দিন আগে স্কাই লাইনের কোন এক বাসের হেলপার ও সুপারভাইজার এক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেছিল। তার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ