শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় এটিএম বুথ উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০৩ ০২:৪০:০৯


রাজধানীর মতিঝিলে দৈনিক বাংলা মোড়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গত ২৮ অক্টোবর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ এ এটিএম বুথ উদ্বোধন করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ এবং এম. আখতার হোসেন উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা এ এটিএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।