লভ্যাংশ বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০৪ ১০:৪৯:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- কেডিএস এক্সেসরিজ ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিটির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে কেডিএস এক্সেসরিজ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর ইউনাইটেড পাওয়ার ১১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস।