মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে রয়েছেন- ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী; মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী; মতিউর রহমান; ধর্ম মন্ত্রী ও নূরুল ইসলাম বিএসসি, প্রবাসী কল্যাণ মন্ত্রী।
ওবায়দুল কাদের আরও জানিয়েছেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন দল ও জোটের যে সংলাপ চলছে তার সারসংক্ষেপ নিয়ে আগামী ৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও জানান, ৭ নভেম্বরের পর আর কোন সংলাপে যাবে না আওয়ামী লীগ।
ইয়াফেস ওসমান: কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে স্থপতি ইয়াফেস ওসমান ১৯৪৬ সালের ১ মে চট্টগ্রামে। তিনি ১৯৭০ সালে বুয়েটের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ২ নং সেক্টরের অধীনে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন।
ইয়াফেস ওসমান টেকনোক্র্যাট কোটায় ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরের মেয়াদে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হন।