টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৫:০১:০৯


মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে রয়েছেন- ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী; মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী; মতিউর রহমান; ধর্ম মন্ত্রী ও নূরুল ইসলাম বিএসসি, প্রবাসী কল্যাণ মন্ত্রী।

ওবায়দুল কাদের আরও জানিয়েছেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন দল ও জোটের যে সংলাপ চলছে তার  সারসংক্ষেপ নিয়ে আগামী  ৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও জানান, ৭ নভেম্বরের পর আর কোন সংলাপে যাবে না আওয়ামী লীগ।

ইয়াফেস ওসমান: কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে স্থপতি ইয়াফেস ওসমান ১৯৪৬ সালের ১ মে চট্টগ্রামে। তিনি ১৯৭০ সালে বুয়েটের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ২ নং সেক্টরের অধীনে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন।

ইয়াফেস ওসমান টেকনোক্র্যাট কোটায় ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরের মেয়াদে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হন।

রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন ইয়াফেস ওসমান।  তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘নষ্ট কাল কষ্ট কাল’ এবং ‘নয় মানুষ কয় মানুষ’ প্রভৃতি।