নিয়মিত মার্কেটে পরিচালকদের শেয়ার বিক্রি ঠিক না- রকিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-০৭ ০৬:২৮:১২
উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার বিক্রির আগে সাধারন বিনিয়োগকারীদেরকে জানানো উচিত হলেও অনেকে জানায় না। এছাড়া তাদের শেয়ার নিয়মিত মার্কেটে বিক্রয় করা ঠিক না। ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করা উচিত। মঙ্গলবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডিএসই পরিচালক রকিবুর রহমান।
রকিবুর রহমান বলেন, উদ্যোক্তা/পরিচালকেরা ২০০৯-১০ সালে শেয়ার বিক্রি করে বাজারের ক্ষতি করেছে। তারা এখনো বিক্রি করছে। যে কারনে সাধারন বিনিয়োগকারীরা যে শেয়ারই কিনছে, সেটাতেই লোকসান হচ্ছে। এমন হলে শেয়ারবাজারে থাকা মুশকিল হবে।
তিনি বলেন, কোন উদ্যোক্তা/পরিচালকের শেয়ার বিক্রির ১ মাস আগে ঘোষণা দেওয়া উচিত। যাতে বিনিয়োগকারীরা ওই কোম্পানিতে থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। একইসঙ্গে তাদের শেয়ার ব্লক মার্কেটে বিক্রয় করা উচিত। এক্ষেত্রে তাদেরকেই বিনিয়োগকারী খুজে বের করতে হবে। তাহলে নিয়মিত বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।
কৌশলগত বিনিয়োগকারী থেকে প্রাপ্ত অর্থ ডিএসইর ট্রেকহোল্ডাররা গ্রহণ করার পর থেকেই কিছু উদ্যোক্তা/পরিচালকেরা শেয়ার বিক্রির ঘোষণা দিচ্ছেন বলে জানান রকিবুর রহমান। এক্ষেত্রে তারা অনেক বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিচ্ছেন। যাতে কৌশলগত বিনিয়োগকারীর অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ সত্ত্বেও সূচক কমছে।
রাজনীতির কারনে যেকোন দেশের শেয়ারবাজারেই নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন রকিবুর রহমান। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়া উচিত।
এদিকে বুধবার (০৭ নভেম্বর) বিকালে বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রকিবুর রহমান। বৈঠকে বাজার উন্নয়নে করণীয় নিয়ে প্রস্তাব তৈরী করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে।