যে আইনে স্থগিত হলো কেপিসিএলের লেনদেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-০৭ ১১:৫৪:০৯


শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার (০৭ নভেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা ও ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১) অনুযায়ি, খুলনা পাওয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে। কী আছে এই আইনে,সানবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা:সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা: কোম্পানির কাছে তথ্য আছে, কিন্তু বিনিয়োগকারীরা জানেনা অর্থিৎ তথ্যের গ্যাপ থাকলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিত করতে পারে।
ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১): ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১)ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারার কাছাকাছি। এখানে বলা হয়েছে কোম্পানি এবং বিনিয়োগকারীরর মধ্যে তথ্যে সঠিক আদান-প্রদান না থাকলে বা স্টক এক্সচেঞ্জের কাছে কোম্পানির অবস্থা সন্দেহজনক মনে হলে ডিএসই লেনদেন স্থগিত করতে পারবে। তবে লেনদেন স্থগিত করার ৫ মিনিটির মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)  এবং কোম্পানিকে জানাতে হবে।