১০ সদস্যের নির্দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব ঐক্যফ্রন্টের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৪:৩১:৫৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১০ সদস্যবিশিষ্ট নির্দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই পরিষদের অধীনেই আগামী নির্বাচন পরিচালনার দাবি করেন তারা।
বুধবারের (৭ নভেম্বর) সংলাপে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র আরও জানায়, এছাড়াও সংলাপে উত্থাপিত ঐক্যফ্রন্টের আরও কয়েকটি প্রস্তাবের মধ্যে রয়েছে—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচন কমিশন পুনর্গঠন।
এর আগে বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ শুরু হয়।