লুজারে ৪ মিউচ্যুয়াল ফান্ড
|| প্রকাশ: ২০১৫-০৯-২২ ১৮:২০:৫৬ || আপডেট: ২০১৫-০৯-২২ ১৮:২০:৫৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজারের তালিকায় উঠে এসেছে ৪ মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হচ্ছে-আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লুজার তালিকার চতুর্থ স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের দর কমেছে ৭০ পয়সা বা ৩ দশমিক ৭৪ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন করে ১৭ টাকা ৯০ পয়সা দরে। আজ ৫৭ বারে ফান্ডের ৮১ হাজার ৪১১টি ইউনিট লেনদেন হয়।
লুজার তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট দর কমেছে ২ পয়সা বা ৩ টাকা ০৭ পায়সা। আজ ফান্ডের সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৪০ পয়সা দরে।এদিন ১০ বারে ১৪ হাজার ২৩০ টি ইউনিট লেনদেন হয়।
নবম স্থানে রয়েছে গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডের ইউনিট দর কমেছে ১ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিচ হ্যাচারি, কে অ্যান্ড কিউ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, অ্যারামিট সিমেন্ট এবং শ্যামপুর সুগার মিলস।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডিকে অপসারণ
-
আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান ও নজরুল ইসলাম
-
সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল সমবায় সমিতি
-
সিএসই-৩০ ইনডেক্সের সমন্বয়
-
অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার করা সম্ভব
-
বাজেটে পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে : ডিএসই চেয়ারম্যান