নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১১ ১৩:০৭:০৭
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি।
এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।