লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৩ ১০:১৯:১৯


লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল জলিল মিয়া (৫৫), গোলাম রব্বানি (৪০) ও সহিদার রহমান (৫০)।
স্থানীয়রা জানান, সকালে সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে আব্দুল খালেক লোকজন নিয়ে জমি দখল করতে গেলে আব্দুল জলিল মিয়া লোকজন নিয়ে তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল মিয়াসহদুইজন ও পরে একজনের মৃত্যু হয়।
হরিদাস গ্রামের রমেন চন্দ্র রায় জানান, আহত সহিদার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।