এবার খোলস ছাড়ল ইরানি নারীরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৩ ১০:৫২:৩৪
সৌদি আরবের পর এবার ইরানি নারীরা নিষেধাজ্ঞার খোলস ছেড়ে বেরিয়ে এলো। গত শনিবার এশীয় ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা স্টেডিয়ামে বসেই দেখার সুযোগ পেয়েছেন কয়েকশ’ ইরানি নারী।
৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নারীরা শীর্ষ পর্যায়ের কোনো ক্রীড়া প্রতিযোগিতা সরাসরি দেখতে পেলেন। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, ইরানের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ৩৫ বছর ধরে মাঠে বসে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। মাঠে হাজির হওয়া নারীদের বেশির ভাগই ছিলেন ফুটবলারদের আত্মীয় বা নারী ফুটবল দলের সদস্য। স্থানীয় দল পার্সপোলিশ মুখোমুখি হয় জাপানের কাশিমা অ্যান্টলারদের বিপক্ষে। খেলায় ইরানি ক্লাব পরাজিত হয়। তবে পরাজয়ে মোটেও অসন্তুষ্ট হননি তারা। কারণ তারা স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখতে পেয়েই খুশি।
ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নারীদের মাঠে উপস্থিত হওয়ার নিষেধাজ্ঞা বাতিলের জন্য ইরান সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত মাসেই বলিভিয়ার সঙ্গে একটি প্রীতিম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ১০০ নারী।
কিন্তু পরেই এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। মার্চ মাসে খেলা দেখার চেষ্টা করায় ৩৫ নারীকে গ্রেফতার করা হয়। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পুরুষের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় নারী ও মেয়েদের উপস্থিতি ছিল বিরল ঘটনা।
১৯৮১ সালের পর নারীরা মাঠে বসে কোনো ফুটবল খেলা দেখেননি। তবে বিভিন্ন দেশের নারী সমর্থকরা কয়েকটি খেলা মাঠে বসে দেখার অনুমতি পেয়েছিলেন।
এর আগে ৩০ বছরের নিষেধাজ্ঞা পেছনে ফেলে গাড়ির চালকের আসনে বসেন রক্ষণশীল সৌদি আরবের নারীরা। দেশটির এ দীর্ঘ আন্দোলনকে একটি লড়াই বললেও বোধ করি ভুল হবে না। এই লড়াই ছিল সৌদি আরবের নারীদের অধিকার আদায়ের লড়াই, নিজেদের মর্যাদা রক্ষার লড়াই, অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়ার লড়াই।