শরীয়তপুর-৩ হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাঈদ আসলাম ও নুর উদ্দিন অপু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৩ ২১:৫৬:০৫
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির হয়ে শরীয়তপুর-৩ আসন হতে নির্বাচনে লড়তে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির দুই নেতা। এরা হলেন- শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুর উদ্দিন অপু।
মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় হতে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ দুই নেতা।
এসময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে কাজ করছি। দল নির্বাচনে আসার ঘোষণা দিয়েছে, তাই আজ মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমার নেতা তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নির্বাচন নিয়ে দল যখন যে সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেব।
সাঈদ আহমেদ আসলাম বিগত কয়েক বছর ধরে মাঠে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের খোঁজখবর নেয়াসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করছেন বলে জানা গেছে। নির্বাচনি এলাকায় একমাত্র তারই প্রচার-প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে নেতাকর্মীদের নুর উদ্দিন অপুর শক্ত অবস্থান রয়েছে।