শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনলেন শফিকুর রহমান কিরণ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-১৩ ২২:৩৬:৪০


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

মঙ্গলবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তার পক্ষে দলের নেতা কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক নাছির উদ্দিন কালু সরদার, সাংগঠনিক সম্পাদক সায়েদ আসলাম, এসএম এ হামিদ, জেলা বিএনপির সিনিয়ার নেতাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর শফিকুর রহমান কিরণ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সারা দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।