ওজুতে যে কাজগুলো মোস্তাহাব
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৪ ০৯:৫৫:৫৯
ইবাদতের জন্য পবিত্রতা অর্জন তথা ওজু করা ফরজ। ওজুতে ৪টি কাজ ফরজের পাশাপাশি রয়েছে বেশ কিছু ওয়াজিব ও সুন্নাত কাজ। এর বাইরেও ওজুকারীর জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ মোস্তাহাব কাজ। এ মোস্তাহাব কাজগুলো পালনের গুরুত্বও অত্যাধিক।
ওজুকারীর জন্য মোস্তাহাব কাজগুলো হলো-
> পবিত্রতা অর্জনে (ওজুর) নিয়ত করা
ইমাম আজম ওজুতে নিয়ত করাকে সুন্নাত বলেছেন। কিন্তু ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি এর মতে ওজুর নিয়ত করা ফরজ তথা আবশ্যক।
> সম্পূর্ণ মাথা মাসেহ করা
এটা হচ্ছে সুন্নাত। ইমাম শাফেঈ বলেন, সুন্নাত হলো নতুন পানি দ্বারা আলাদা আলাদা ৩ বার মাসেহ করা। ওজুতে মাথা মাসেহ করা ফরজ। আর বারবার মাসেহ করলে তা ধোয়াতেই পরিণত হয়ে যায়। তখন আর মাসেহ থাকে না।
> ওজুতে ধারাবাহিকতা রক্ষা
আল্লাহ তাআলা ওজু যেভাবে করতে বলেছেন সেভাবে শুরু করে প্রতিটি অঙ্গ ধোয়ায় তারতিব রক্ষা করা। ইমাম শাফেঈ’র মতে ওজুতে ধারাবাহিকতা রক্ষা করা ফরজ।
> ডান দিক থেকে শুরু করা
ডান দিক থেকে ওজু শুরু করা উত্তম। কেননা আল্লাহ তাআলা সব ভালো কাজের বিষয়ে ডান দিক থেকে শুরু করা পছন্দ করেন। এমনকি জুতা পরিধান ও চুল আঁচড়ানোর ক্ষেত্রেও।
ওজুর ক্ষেত্রে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করা মোস্তাহাব। যা পালনে রয়েছে অনেক সাওয়াব ও ফজিলত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ওজুর ফরজ, ওয়াজিব ও সুন্নাতের সঙ্গে সঙ্গে মোস্তাহাব কাজগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।