ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৪ ১১:৪০:৪৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৩টার সময় আমরা তাঁদের সঙ্গে বসব।বৈঠক এর বিষয়ে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান বলেন, বিকেল সাড়ে ৩টার সময় সিইসিসহ বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন। সিইসি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আজ বিকেলে বৈঠকের ব্যাপারে।
এর আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয় বুধবার দুপুর ১২টায় আলোচনায় বসতে চায় ঐক্যফ্রন্ট।
উল্লেখ্য, আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন।