কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৪ ১২:৫৪:৩১


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও প্রার্থী যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সিইসি এসব কথা বলেন। এই কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন।

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও প্রার্থী যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। যে কোনোভাবেই কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’

নির্বাচনী পরিবেশ যেনো সুষ্ঠ রাখা হয় সেদিকে সবার নজর রাখার বিষয়েও আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেন্দ্র বুথ নিয়ে যেনো কোনো অভিযোগ না থাকে তার উপর গুরুত্ব দিতে হবে।

এ ছাড়াও রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হুদা বলেন, আইন অনুযায়ী সবার দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।