পররাষ্ট্রমন্ত্রীর কূটনীতিক ব্রিফ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৩:০৫:২৬


আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এ ব্যাপারে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা রেওয়াজ।’

তিনি জানান, আশা করা হচ্ছে রাজনৈতিক সংলাপ ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের জানাবেন পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু আলোচনা করা হবে কিনা?-এ বিষয়ে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দেব কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন নিয়ে আলোচনা করা।’