১৮ উইকেট নিয়ে সিরিজসেরা তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০১৮-১১-১৫ ১৪:৩৬:৪৩
Bangladesh's Taijul Islam (front 2nd R) celebrates with teammates after the dismissal of Zimbabwe's Donald Tiripano during the third day of the second Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on November 13, 2018. (Photo by Munir UZ ZAMAN / AFP) / The erroneous mention[s] appearing in the metadata of this photo by Munir UZ ZAMAN has been modified in AFP systems in the following manner: [third day of the second Test] instead of [second day of the second Test]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require. (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
পুরো সিরিজেই বাংলাদেশের বোলিংটা এগিয়েছে তার হাত ধরে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বল হাতে ঘূর্ণি জাদু দেখিয়েছেন তাইজুল ইসলাম। ফলশ্রুতিতে সিরিজসেরার পুরস্কারটি গেছে বাঁহাতি এই স্পিনারের হাতেই।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। প্রথম ইনিংসে ১০৮ রানে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬২ রান খরচায় ৫ উইকেট।
ঢাকাতেও বল হাতে জাদু দেখিয়েছেন তাইজুল। প্রথম ইনিংসে ১০৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯৩ রান খরচায় গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন এই স্পিনার।
সবমিলিয়ে দুই টেস্টের সিরিজে তাইজুলের শিকার ১৮ উইকেট। জিম্বাবুয়ের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেয়ার কাজটা আসলে বলতে গেলে একাই করেছেন তিনি।
নিজের এমন পারফরম্যান্স নিয়ে খুশি তাইজুল। কৃতিত্ব দিলেন সঙ্গী মেহেদী হাসান মিরাজকেও। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তাইজুল বলেন, ‘ভালো করলে সবসময়ই ভালো লাগে। বিশেষ করে যখন আপনি দেশের জন্য কিছু করতে পারবেন। প্রথমে উইকেট দেখে ওতটা বোলিং সহায়ক মনে হয়নি। তবে আজ আমরা দ্রুত উইকেট নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। মিরপুরের উইকেট এক দুই ওভারের মধ্যেই বদলে যেতে পারে, তাই আমরা উইকেট নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তার (মিরাজ) সমর্থন ছিল অমূল্য।’