সাপ্তাহিক লুজারের শীর্ষে তশরিফা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৭ ১৩:২৪:৩৬


গত সপ্তাহের (১১-১৫ নভেম্বর) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় উঠে এসেছে তশরিফা ইন্ডাষ্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে গত সপ্তাহে তশরিফা ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর কমেছে ১৯.৯২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লুজার তালিকায় শীর্ষ স্থান দখল করেছে।

ডিএসইতে টপ টেন লুজার তালিকার উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যাল ইন্ডাষ্ট্রির ১৩.৮১ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৩.৭৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১২.৬৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১২.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১১.৯২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১১.০৩ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১০.৯০ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১০.৬৩ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ১০.৩২ শতাংশ কমেছে।