সাতসকালে ট্রাকচাপায় গেল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৮ ০৯:৪৮:৩১


সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদে ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সায়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)। তারা দু’জনই এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম ও ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি মুরগিবোঝাই ট্রাক সয়দাবাদে এসে যাত্রীবাহী অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক মারা যান। এ সময় আরও ৩ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হয়েছে।