এমএসসিআই ইনডেক্সে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৩:৪৪:০২


বিশ্বের বিভিন্ন কোম্পানির ইক্যুইটি, ফিক্সড ফান্ড, হেজ ফান্ড, স্টক মার্কেট ইনডেক্স এবং মাল্টি অ্যাসেট পোর্টফোলিও অ্যানালাইসিস করে বিভিন্ন ইনডেক্স প্রকাশ করে আমেরিকার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমএসসিআই ( MSCI Inc. (formerly Morgan Stanley Capital International and MSCI Barra)। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় মূলধনী কোম্পানির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এমএসসিআই ফ্রন্টটিয়ার ইনডেক্স প্রকাশ করেছে। যেই ইনডেক্সে ৬টি কোম্পানিকে বাদ দিয়ে নতুন করে ৬টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর এই ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বড় মূলধনী কোম্পানি হিসেবে বিশ্বের তিনটি কোম্পানিকে যোগ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফ্রন্টটিয়ার ইনডেক্সে জায়গা করে নিয়েছে। বাকি দুই কোম্পানি হলো: লেবাননের ব্যাংক অদি সারাদার গ্রুপ এবং কুয়েতের বৌবিয়ান পেট্রোকেমিক্যালস।
জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপিটালের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০৮ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকা। সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ইপিএস ৬৬.৩৬ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৭১ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২.২৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৯৮ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৫৮.০২ টাকা।