৪ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৮ ১৮:৩৫:৪২
ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, এ্যাম্বি ফার্মা, লিবরা ইনফিউশন এবং স্টাইল ক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর সাড়ে ১২টার দিকে হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ক্রেতার ঘরে ৩১ হাজার ৫৬৯টি শেয়ার ৭২.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৬.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৭২.১০ টাকায় লেনদেন হয়।
এ্যাম্বি ফার্মার ক্রেতার ঘরে ৬ হাজার ৯৫২টি শেয়ার ৬২৪.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৮ শতাংশ বা ৪৩.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৬২৪.৬০ টাকায় লেনদেন হয়।
লিবরা ইনফিউশনের ক্রেতার ঘরে ১৩ হাজার ৯৯৫টি শেয়ার ১ হাজার ৩৪৪ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ৭৬ টাকা বেড়ে সর্বশেষ হাজার ১ হাজার ৩৪৪ টাকায় লেনদেন হয়।
স্টাইল ক্রাফটের ক্রেতার ঘরে ২৫ হাজার ৩৩৯টি শেয়ার ১ হাজার ২৭৪.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ৭০.৯০ টাকা বেড়ে সর্বশেষ ১ হাজার ১৯৯.৮০ টাকায় লেনদেন হয়।