জাবি ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের দাবি
প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৮:৩৩:৩২
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুল রহমান আনোয়ারের ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সংগঠনের সহ-সভাপতি মাসুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, নৈতিকতার সর্বোচ্চ বিদ্যাপিঠে এহেন কাজ মোটেও বরদাস্ত করা উচিত নয়। অবিলম্বে অভিযুক্ত আনোয়ারের ছাত্রত্ব বাতিল করে আজীবন বহিষ্কারের দাবি জানাচ্ছি। অন্যথায় তীব্র ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একে রক্ষা করার সকল প্রচেষ্টা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গত সোমবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালি হোসেন জনি। এ সময় জনিকে পালাতে সহায়তা করতে গিয়ে আটক হন ওই নেতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।