পুরোপুরি ফিট নন মাশরাফি: হাথুরাসিংহে
আপডেট: ২০১৫-১১-০৪ ১৮:৫৩:৪০
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গু জ্বর পরবর্তী তিন মাসের বিশ্রাম দরকার। কিন্তু মাশরাফি বিন মোর্তুজা খেলতে নামছেন ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার এক মাস পর! যদিও অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মাশরাফিকে খেলার ছাড়পত্র দিয়েছেন। খেলার উপযুক্ত মনে করছেন জাতীয় দলের ফিজিও। কিন্তু কোচ চন্দ্রিকা হাথুরাসিংহে মনে করছেন, মাশরাফি এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি।
কাল ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বিসিবি একাদশ। দলটির অধিনায়ক করা হয়েছে মাশরাফিকে। কোচ হাথুরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছেন। তার চোখ বিশেষ করে মাশরাফির দিকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কতোটা ফিট, তা এ ম্যাচেই পরিস্কার হয়ে যাবে বলে মনে করেন এ শ্রীলঙ্কান কোচ।
বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে নামার আগে সাংবাদিকদের হাথুরাসিংহে বলেন,‘ আমার মনে হয় এই মুহুর্তে মাশরাফি পুরোপুরি ফিট নয়। তবে ফিট হতেই কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সে। আসলে এ ম্যাচেই বোঝা যাবে মাশরাফি কতোটা ফিট।’
দেশের মাটিতে আফগানিস্তানের কাছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে জিম্বাবুয়েকে। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কেও রেখে এসেছে তারা। তারপরেও জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিচ্ছেন না হাথুরা। তিনি বলেন,‘ অন্য দলগুলোকে আমরা যেভাবে নেই, জিম্বাবুয়েকেও সেভাবে নিচ্ছি। দেশের মাটিতে তারা অনেকগুলো সিরিজ খেলে এসেছে। তার মানে তাদের প্রস্তুতিটা ভালো।’
ব্যাট হাতে তেমন সুবিধে করতে পরছেন না সৌম্য সরকার ও লিটন দাস। বিশেষ করে সৌম্য সরকারের অবস্থা বড়ই করুণ। ভারত ও দিক্ষণ আফ্রিকা সফরে পুরোপুরি ব্যর্থ। তবে এ নিয়ে চিন্তা করেন না কোচ হাথুরাসিংহে। তারা সময়মত ঠিকই রানে ফিরবেন বলে মনে করেন তিনি। বললেন,‘ না, ওদের নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ওরা আগে ভালো করেছে। সামনের দিনগুলোতেও তারা ভালো করবে। ক্রিকেটে খারাপ সময় আসে।’
সানবিডি/ঢাকা/রাআ