ইমরুল-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২২ ১১:২৩:৪৫
ইনিংসের শুরুতেই ধাক্কা। আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় বাংলাদেশ। ইমরুল কায়েস আর মুমিনুল হকের ব্যাটে সে শঙ্কা দারুণভাবে কাটিয়ে উঠেছে টাইগাররা।
দ্বিতীয় উইকেটে ইমরুল-মুমিনুল এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন ৪৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ১ উইকেটে ৪৬ রান। ইমরুল ১৬ আর মুমিনুল ২৭ রান নিয়ে ব্যাট করছেন।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে কুয়াশা ভেজা পিচে শুরুটা যেমন দরকার ছিল, তেমন হয়নি।
দিনের তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন দীর্ঘদিন পর দলে জায়গা করে নেয়া সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার কেমার রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার।
আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজটি খেলতে পারেননি সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
চোট থেকে সেরে উঠলেও পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় এই টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনিই চট্টগ্রামে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন।