শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বার্জার পেইন্টসের এক কোটি ২৯ লাখ টাকা প্রদান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২২ ১৫:০৯:০১
বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ জেনসন এন্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড ও বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এক কোটি ২৯ লাখ টাকা প্রদান করেন। বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড গ্রুপ-এর পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা জনাব আব্দুল খালেক, এফ সি এ, প্রতিষ্ঠান তিনটির পক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর মহা পরিচালক ডা: আ ম ম আনিসুল আউয়াল,পিএইচডি-এর কাছে উক্ত টাকার চেকসমূহ হস্তান্তর করেন।
বার্জার পেইন্টস্, বাংলাদেশের রঙ বাজারের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। জেনসন এন্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড রঙ, লুব্রিক্যান্ট, খাদ্য শিল্পের জন্য ধাতব ক্যান উৎপাদন করে থাকে। বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড, প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে কয়েল কোটিং উৎপাদন করে থাকে।