দিন শুরু হতে না হতেই সাজঘরে মুশফিক

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৪ ১১:১০:১৯


রান বাড়াতে হবে, সেটা উইকেটে টিকে থেকে হোক কিংবা মেরে খেলে। তবে দ্বিতীয় ইনিংসে কোনো দিক দিয়েই সফল হচ্ছে না বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়েই চলেছে। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শুরু। শুরুতেই মুশফিকুর রহীমের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে টাইগাররা।

স্পিনাররা উইকেট থেকে টার্ন পাচ্ছেন। তবে মুশফিক স্পিনে পরাস্ত হননি। ক্যাবিরীয় পেসার শেনন গ্যাব্রিয়েলের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প উড়ে গেছে তার। ৩৯ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭১ রান। লিড ১৪৯ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ ৫ রান নিয়ে তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন।

৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আগের দিনই ঘোরতর বিপদের মুখে পড়েছে বাংলাদেশ। তবে যেহেতু প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া গেছে, তাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে একটু হলেও স্বস্তিতে টাইগাররা।

এর মধ্যে দ্বিতীয় দিনেই উইকেটে ভয়ংকর টার্ন দেখা গেছে, স্পিনারদের খেলা ক্রমেই যেন অসম্ভব হয়ে পড়ছে। দ্বিতীয় ইনিংসে যেমন রানই হোক, বাংলাদেশ তা নিয়েই জেতার ব্যাপারে আশাবাদি।