মনোনয়ন পেলেন আওয়ামী লীগের যে প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২৫ ১৩:৫২:৩৯
একাদশ জাতীয় নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে আওয়ামী লীগ।
আজ রোববার সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি তুলে দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত যারা চিঠি পেয়েছেন:
শেখ হাসিনা (গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬),
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫),
আসাদুজ্জামান খাঁন কামাল (ঢাকা-১২),
শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২),
শাজাহান খান (মাদারীপুর-২),
মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২),
ডা. দীপু মণি (চাঁদপুর-৩),
মাহবুব-উল-আলম হানিফ (কুষ্টিয়া-৩),
সাইফুজ্জামান শিখর (মাগুরা-২),
মুজিবল হক (কুমিল্লা-১১),
আসলামুল হক (ঢাকা-১৪),
ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১),
শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০),
সাদেক খান (ঢাকা-১৩),
নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২),
মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১),
সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪),
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১)
মো. আবদুস সোবহান মিয়া গোলাপ (মাদারীপুর-৩),
শেখ জুয়েল (খুলনা-২),
খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২),
মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১),
জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২),
এনামুল হক (রাজশাহী-৪),
কাজী জাফর উল্লাহ (ফরিদপুর-৪),
গাজী গোলাম দস্তগীর (নারায়ণগঞ্জ-১),
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯),
আব্দুল রউফ (কুষ্টিয়া-৪),
অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩),
নসরুল হামিদ বিপু (ঢাকা-৩),
একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২),
অ্যাডভোকেট কামরুল ইসলাম (ঢাকা-২),
রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১),
শেখ হেলালউদ্দিন (বাগেরহাট-১),
ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩),
ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০),
মুজিবুল হক (কুমিল্লা-১১),
নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩),
মাহবুবা আরা গিনি (গাইবান্ধা-২),
আব্দুল কুদ্দুস (নাটোর-৪),
আব্দুল মতিন খসরু (কুমিল্লা-৫),
আব্দুল হাই (ঝিনাইদহ-১),
জগলুল হায়দার চৌধুরী (সাতক্ষীরা-৪),
কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫),
নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৪),
আ ক ম বাহাউদ্দিন (খুলনা-৬),
স্বপন ভট্টাচার্য (যশোর-৫),
কাজী নাবিল আহমেদ (যশোর-৩),
রণজিত কুমার রায় (যশোর-৪),
শেখ আফিল উদ্দিন (যশোর-১),
হাজী মোঃ সেলিম (ঢাকা-৭),
শ ম রেজাউল করিম (পিরোজপুর-১),
শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২),
আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪),
আসাদুজ্জামান নূর (নীলফামারী-২),
মতিয়া চৌধুরী (শেরপুর-২),
মাহমুদ-উস সামাদ চৌধুরী (সিলেট-৩),
কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪),
সালমান এফ রহমান (ঢাকা-১),
ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭),
মোজাফফর হোসেন (জামালপুর-৪),
নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬),
এ কে এম রহমতউল্লাহ (ঢাকা-১১),
মোস্তাক আহমেদ (সাতক্ষীরা-২),
আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩),
নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১),
আবুল হাসনাত আবদুল্লাহ (বরিশাল-১),
তালুকদার মোঃ ইউনূস (বরিশাল-২),
পংকজ দেবনাথ (বরিশাল-৪),
জেবুন্নেসা আহমেদ (বরিশাল-৫),
মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫),
নূর-ই আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১),
মির্জা আজম (জামালপুর-৩),
মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১),
তোফায়েল আহমদ (ভোলা-১),
সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১),
নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২),
জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩),
নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২).
শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪),
আমির হোসেন আমু (ঝালকাঠী),
খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩),
মো. আয়েন উদ্দিন (রাজশাহী-৩)।
দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২),
ইকবালুর রহিম (দিনাজপুর-৩),
আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪),
মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫),
মোতাহার হোসেন (লালমনিরহাট-১),
নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২),
টিপু মুনশি (রংপুর-৪),
এইচএন আশিকুর রহমান (রংপুর-৫),
মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২),
ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩),
শামসুল আলম দুদু (জয়পুরহাট-১),
আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২),
আবদুল মান্নান (বগুড়া-১),
হাবিবুর রহমান (বগুড়া-৫),
সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১),
শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২),
আবদুল মালেক (নওগাঁ-৫),
ইসরাফিল আলম (নওগাঁ-৬),