সৌদি পুরুষদের জন্য বাঙালি নারী বিয়েতে নিষেধাজ্ঞা
আপডেট: ২০১৫-১১-০৪ ১৯:২৮:৫১
সৌদি আরবের পুরুষরা আর বাঙালি, পাকিস্তানি, কানাডিয়ান ও মায়ানমারের নারী বিয়ে করতে পারবেন না। সেই সাথে কোনো নারী বা পুরুষ তার থেকে ২৫ বছরের ছোট বা বড় কাউকে বিয়ে করতে পারবেন না।
দেশটিতে সম্প্রতি পাস হওয়া এক আইনে ওই দেশের পুরুষদের ওপর বাংলাদেশ, পাকিস্তান,কানাডা,চাদ ও মায়ানমারের নারীদের বিয়ে করার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দৈনিক মক্কা নামের সৌদির এক সংবাদপত্রে মক্কা শহরের পুলিশ কর্মকর্তা আসসাফ কোরাইশির বরাত দিয়ে বলা হয়েছে, এখন থেকে দেশের কোনো পুরুষ সব মুসলিম দেশের নারীকে বিয়ে করতে পারবে না। তবে কেউ বেশি আগ্রহী হলে তাকে ওই নারীর যাবতীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
তবে প্রক্রিয়াটি অনেক জটিল হওয়ায় তাতে অনেক সময় লেগে যাবে। যার ফলে এই প্রক্রিয়া পেরিয়ে কেউ আর ওই সব দেশের নারীকে বিয়ে করার ধৈয্য রাখবেন না বলে মনে করেন আসসাফ কোরাইশি।
মুলত কয়েকদিন আগে দেশটির এক পুরুষ মরোক্কোর এক নারীকে বিয়ে করার ব্যপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বিয়ের সকল আয়োজন সম্পন্ন করলেও মেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে তা আটকে যায়।
দৈনিক মক্কার সংবাদে নতুন এই আইনকে মরক্কান মহিলা বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতার ধারাবাহিকতায় প্রনয়ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে নতুন এই আইন নিয়ে খোদ সৌদিতেই দেখা দিয়েছে বিতর্ক।
ইসলাম যেখানে খ্রীস্টান, ইহুদি নারীকেও বিয়ের অনুমতি দিয়েছে সেখানে কেবল দেশের ভিন্নতার কারণে বিয়ের প্রতি নিষেধাজ্ঞাকে অযৌক্তিক মনে করছেন অনেকে।