একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৫:০০:৪৪
সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ করেছে আমেরিকা বেশিরভাগ শেয়ারবাজার। এশিয়ার শেয়ারবাজারে মিশ্র অবস্থা থাকলেও ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজারে চাঙ্গাভাব ছিলো। নিম্নে বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের তথ্য তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সূচকের নেতিবাচক অবস্থানে রয়েছে আমেরিকার শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক গতকাল ১৭৮.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪২৮৫.৯৫ পয়েন্ট। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৩২.৫৬ পয়েন্টে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ৩৩.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৩৮.৯৮ পয়েন্টে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ৮৭.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৩৬.২৪ পয়েন্টে।
ইউরোপের শেয়ারবাজার: সূচকের উত্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স আগের দিনের তুলনায় ৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৫২.৮৬ পয়েন্টে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ৫৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১১৯২.৬৯ পয়েন্টে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪৬.৯৫ পয়েন্টে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১১১.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৭১৪.৯০ পয়েন্টে।
এশিয়ার শেয়ারবাজার: সূচকের মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। জাপানের শেয়ার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১৩৯.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৬৪৬.৫৫ পয়েন্টে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ৪৭.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬০১৯.৪১ পয়েন্টে। সিঙ্গাপুর এসটিআই সূচক আগের দিনের চেয়ে ২.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৪১.৩৮ পয়েন্টে।
চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ৬.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৪৫.৪৩ পয়েন্টে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ২১৮.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৯৮১.০২ পয়েন্টে।