গেইনারের শীর্ষে আইটি কনসালটেন্টস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৫:৪৯:৩১
রবিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। পতনেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আইটি কনসালটেন্টসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩.২০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৭.২০ টাকায়। অর্থাৎ আইটি কনসালটেন্টসের শেয়ার দর ৪ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে সায়হাম কটনের ৯.১৬ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৮.৫৪ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৭.৩৭ শতাংশ, ন্যাশনাল টির ৭.৩৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৬.৫৭ শতাংশ এবং মুন্নু জুটের শেয়ার দর ৬.২৫ শতাংশ বেড়েছে।