একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইল ৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু। আজ রোববার তিনি দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে এই পত্র গ্রহণ করেছেন।
সূত্র মতে, গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করে অাওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া চলে ১২ নভেম্বর পর্যন্ত চলে।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে। যা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিক্রি হওয়া মনোনয়ন ফরম থেকে ১৪০০ বেশি।
জানা গেছে, আহসানুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০১৩ সালে ডিএসইর ২৪তম সভাপতির দায়িত্ব পালন করেছেন।। এর আগে ২০০০ সালে তিনি ডিএসইর সহ-সভাপতি এবং ২০১০ সালে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে থাইল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নেন। আমেরিকা থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে ১৯৯৩ সালে ডিএসইর সদস্যপদ নিয়ে ব্যবসা শুরু করেন।