আইসিএবির কাউন্সিলে ছয়জন নতুন মুখ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৫ ২২:১১:১২


দ্যা ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ-আইসিএবি’র কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।

সূত্র মতে, এই নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিযোগিতা করে। এখান থেকে সদস্যরা মোট ১৮ জনকে বাছাই করে নিয়েছে। এই ১৮ জনের মধ্যে ছয় জনই নতুন মুখ। নির্বাচিতরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো মোট ১৪৯৯টি। এর মধ্যে ১০৯০টি ভোট কাস্ট হয়েছে। অন্যদিকে অনলাইনে কাস্ট হয়েছে ২২২টি। এর মধ্যে ১৫২টি ডিআরসির এবং ২৯টি ভোট সিআরসির।

নির্বাচিত হলেন যারা:
মোহাম্মদ হুমায়ুন কবির, কামরুল আবেদিন, আদিব হোসেন খান, সাব্বির আহমেদ, আক্তার সোহেল কাসেম, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোহাম্মদ ফারুক, মো. শাহাদাত হোসাইন, এএফ নেছার উদ্দিন, নাছির উদ্দিন আহমেদ, মারিয়া হাওলাদার, মো. আব্দুল কাদের জোয়ার্দার, মাহমুদুল হাসান খসরু, গোপাল চন্দ্র ঘোষ, নূর-ই-খোদা আব্দুল মুবিন, মনিরুজ্জামান, ড. মো. আবু সাঈদ খান মোহাম্মদ হোসাইন।

নতুন মুখ:

সাব্বির আহমেদ,মোহাম্মদ ফোরকান উদ্দিন, মারিয়া হাওলাদার, মো. আব্দুল কাদের জোয়ার্দার, নূর-ই-খোদা আব্দুল মুবিন, মনিরুজ্জামান।