একজন ব্যক্তি গঠন করতে পারবেন কোম্পানি, আইন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২৬ ১৪:৩৬:২৭
এখন থেকে একজন ব্যক্তি একটি কোম্পানি গঠন করতে পারবেন। এক ব্যক্তির কোম্পানি গঠনের বিধান রেখে কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে সচিবালয়ে নিয়মিত মন্ত্রি পরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে এমন বিধান থাকলেও দেশে এর আগে এক ব্যক্তি কেন্দ্রিক কোম্পানি গঠনের কোনো বিধান ছিল না। ‘এ আইনে নতুন একটি ধারণা আনা হয়েছে। এখানে ‘এক ব্যক্তি কোম্পানি’ চালুর প্রস্তাব করা হয়েছে। আগে এ নিয়ম ছিল না। এটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকলে বাংলাদেশে এই প্রথম এ নিয়মকে আইনের মাধ্যমে আনা হলো।’
শফিউল আলম জানান, ‘এক ব্যক্তিক কোম্পানির ক্ষেত্রে চাকুরিতে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া সদস্যা সংখ্যা ৫০ এরমধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা প্রাইভেট কোম্পানির মধ্যে যুক্ত হবে। তবে, শর্ত হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে কোনো কোম্পানির একাধিক শেয়ার হোল্ডার হয়ে থাকলে তারা একজন সদস্য বলে গণ্য হবেন।’
‘মুল সংজ্ঞার মধ্যে প্রাইভেট কোম্পানির জায়গায় এই সংজ্ঞাটি যুক্ত করা হয়েছে।’
আলাদাভাবে এ আইনের ধারা ২ এর ১ এ একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে আর তা হচ্ছে এক ব্যক্তিক কোম্পানির সংজ্ঞা। এই সদস্য সংখ্যা কোম্পানীতে চাকুরীরত ব্যক্তিরা ছাড়া ৫০ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।