ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউনাইটেড সিকিউরিটজ, রানারআপ সিএমজেএফ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২৭ ০৯:৪৭:৪৬


শেয়ারবাজার ব্রান্ডিংয়ের জন্য আয়োজিত ক্যাপিটাল মার্কেট ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। আর রানারআপ হয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)। আজ রাত ৮টায় রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

খোলার শুরু থেকেই দুই দলই পাল্টাপাল্টি আক্রম করে খোলা উপহার দিয়েছে দর্শকদের। শেষ পর্যন্ত গোল ০-০ ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ২- ০ গোলে বিজয়ী হয় ইউনাইটের সিকিউরিটিজ লিমিটেড।

ট্রপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকারেজ অ্যাসেসিয়েশনের নব নির্বাচিত সভাপতি শাকিল রিজভী। এ সময় উপস্থিত ছিলেন, বিএমবিএ সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ,  ট্রপি স্পন্সর প্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস লিমিটেডের কোম্পানি সচিব নাজমুল আহসান প্রমুখ। বিজয়ী দল ও রানারআপ দলের হাতে ট্রপি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

এর আগে গত ২২ নভেম্বর এই টুর্নামেন্ট শুরু হয়। ৫দিন ব্যাপি এ আয়োজনে ৪টি গ্র“পে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মোট ১৭টি টিম অংশ নিয়েছিল। অংশগ্রহনকারী টিমগুলোর মধ্যে রয়েছে -সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ), আইডিএলসি সিকিউরিটিজ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইউনাইটেড সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, মিডওয়ে সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ, স্টক অ্যান্ড বন্ড, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ।