বিকন ফার্মাসিটিক্যালসের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৭ ১৩:৩২:৪০
বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৯ ডিসেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত কোম্পানি তা পরিবর্তন করে ৫ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত নির্ধারণ করেন। তবে অন্যান্য তথ্য অপরিবর্তীত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানা যায়।