জরিমানার কবলে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের পরিচালকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২৮ ১০:৫১:২০


আইন লঙ্ঘ‌নের দা‌য়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আইন লঙ্ঘনের দায়ে কমিশন প্র‌তিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ব্যতীত) চার লাখ টাকা করে জরিমানা করেছে।
এছাড়াও আইনের লঙ্ঘন সংশোধন না করা পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকগণ কোম্পানি থেকে কোনো প্রকার লভ্যাংশ, পারিতোষিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।