খালেদাকে মুক্ত ও ভোটের অধিকার ফেরাতে বিএনপি নির্বাচনে: ফখরুল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১১-২৯ ১২:৫৬:৩৬


দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারামুক্ত এবং জনগণের ভোটের অধিকার ফেরাতে বিএনপি সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার, ২৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ে নিজের মনোনয়নপত্র জমা দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনে অংশ নিচ্ছি। সেই সাথে মানুষের অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’

ফখরুল বিকাল সাড়ে ৩টার দিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি মহাসচিব জানান, ঠাকুরগাঁও-১ আসন ছাড়াও দলের হাই কমান্ডের নির্দেশে বগুড়া-৬ আসন থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

‘মানুষের জাগরণে আমরা আশা করি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হবে এবং স্বৈরাচারের পতন ঘটবে,’ যোগ করেন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মনোনয়নপত্র জামা দেন।