নেইমারের নৈপুন্যে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৩:২১:৩১
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হারলেই ছিল ছিটকে পড়ার শঙ্কা। তবে দারুণ পারফরম্যান্সে লিভারপুলকে হারিয়ে নকআউট পর্বের আশা জাগিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্যারিসে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জেতে কোচ টমাস টুখেলের দল। হুয়ান বের্নাতের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। লিভারপুলের হয়ে একটি গোল করেন জেমস মিলনার। সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেওে আসরে যাত্রা শুরু হয়েছিল পিএসজির। বুধবার ম্যাচের ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্নাত। গত ম্যাচে নাপোলির মাঠে ১-১ ড্রয়ের ম্যাচেও দলের একমাত্র গোলটি করেছিলেন স্প্যানিয়ার্ড এই ডিফেন্ডার।
৩৭তম মিনিটে পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। চলতি আসরে চতুর্থ গোল করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধেও যোগ করা সময়ে পেনাল্টিতে লিভারপুলের হয়ে ম্যাচের একামাত্র গোলটি করেন জেমস মিলনার। ডি-বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া বাজে ট্যাকল করলে পেনাল্টিটি পায় অতিথিরা। চলতি আসওে পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৪ পয়েন্ট পাওয়া বেলগ্রেডের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। ‘এ’ গ্রুপের ম্যাচে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করা বরুসিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নিশ্চিত করেছে সেরা ষোলো। ছিটকে পড়া মোনাকোর পয়েন্ট ৫, ব্লুজের পয়েন্ট ১। ‘ডি’ গ্রুপে জার্মান ক্লাব শালকাকে ৩-১ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে শালকা। আরেক ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারেকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়ার লোকোমোটিভ মস্কো। তবে দুটি ক্লাবেরই নকআউট পর্বের আশা শেষ হয়ে গেছে।