এই প্রথম টেস্ট দলে নেই কোন পেসার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-৩০ ১১:৪১:৪৬
এই প্রথম ঘটল এমন ঘটনা। টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে, কিন্তু দলে কোনো পেস বোলার নেই। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সে কারণেই ঢুকে গেল ইতিহাসে।
চট্টগ্রামে মোস্তাফিজুর রহমান ছিলেন একমাত্র পেস বোলার হিসেবে। কিন্তু সে ম্যাচে তো কেল্লা ফতে করেছেন তো চার স্পিনারই— সাকিব আল হাসান নিজে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসান ক্যারিবীয় শিবিরে এমন আতঙ্ক ছড়িয়েছিলেন যে মোস্তাফিজকে কিছুটা ‘অপ্রয়োজনীয়’ই মনে হচ্ছিল। টেস্টে সব মিলিয়ে মোস্তাফিজ বোলিং করেছিলেন ৪ ওভার। দুই ইনিংসে ২ ওভার করে। ক্যারিবীয়দের সব কটি উইকেটই গিয়েছিল স্পিনারদের দখলে। ২০ উইকেটের মধ্যে দুই ইনিংস মিলিয়ে সাকিব নেন ৫টি, নাঈম ৫টি, তাইজুল ৭টি আর মিরাজ ৩টি—রীতিমতো প্রতিযোগিতা। ঢাকায় তাই প্রতিযোগিতাটা আরও বাড়িয়ে দেওয়ারই পরিকল্পনা করেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
অনুশীলনে চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। তিনি খেলবেন কিনা, এ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তিনি আজ দলে আছেন। তবে ব্যাকআপ কিপার হিসেবে দলে এসেছেন লিটন দাস। প্রথমে ভাবা হয়েছিল লিটনকে দলে নিতে বোধ হয় মোহাম্মদ মিঠুনকে বসিয়ে দেওয়া হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট চেয়েছে একজন বাড়তি বিশেষজ্ঞ ব্যাটসম্যান। লিটন-মিঠুন দুজনই একাদশে সে কারণে। স্পিনার তো আর কমানো যায় না, বিশেষজ্ঞ ব্যাটসম্যান বাড়াতে নিজের জায়গা বিসর্জন দিতে হয়েছে মোস্তাফিজকে।