মাহমুদউল্লাহর ফিফটিতে এগুচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১২-০১ ১১:৫৮:০১


দিনের শুরুতে যতোটা ইতিবাচক ছিলেন সাকিব আল হাসান, ঠিক ততটা ছন্দে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খেলেছেন নিজের উইকেট বাঁচিয়ে, রানের চাকা সচল রেখেই। সাবধানী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশত।

দিনের সপ্তম ওভারে সাকিব ফিরে গেলেও এক প্রান্ত ধরে খেলছেন রিয়াদ। সাকিবের চেয়ে তুলনামূলক ধীর খেললেও ৮৮ বলে ৪ চারের মারে দিনের এগারতম ওভারে নিজের ফিফটি তুলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলেছিলেন ১০১ রানের অপরাজিত ইনিংস।

সে ফর্ম বজায় রাখলেন চলতি টেস্টেও। মাহমুদউল্লাহর ব্যাটের নির্ভরতাতেই মূলত বড় সংগ্রহের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২১ রান। হাফসেঞ্চুরি পেরিয়ে রিয়াদ অপরাজিত ৫৭ রানে। আট নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলছেন ৬ রান নিয়ে।