ধীর গতিতে চলছে লেনদেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০২ ১২:৩৯:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। এইদিন লেনদেনের শুরুতে সূচক কমলেও পরে ঘুরে দাাঁড়ায়। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ালেও সূচক তেমন বাড়েনি।

আজ ডিএসই-তে প্রথম দেড় ঘন্টায় ২৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি টাকা। লেনদেনে কমেছে।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯টির, দর কমেছে ৭৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৩টির।

এই সময়ে ডিএসই-তে লেনদেনের শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস। এ কোম্পানিরি লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এর পরই রয়েছে কাট্টালি টেক্সটাইল ৮ কোটি ৩২ লাখ টাকা, কুইনসাউথ ৮ কোটি টাকা, সায়হাম কটন ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সবকয়টি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে।

এছাড়া দর বাড়ার শীর্ষে রয়েছে সিমটেক্স, ফার কেমিক্যাল এবং প্যাসিফিক ডেনিমস। আর দর কমার শীর্ষে রয়েছে ন্যাশনাল টিউবস, আলহাজ্জ্ব টেক্সটাইল এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স।

অন্যদিকে, বেলা  ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮৩২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৬ লাখ টাকা।