লুজারের শীর্ষে ন্যাশনাল টিউবস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০২ ১৬:৫৫:০১


রবিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল টিউবস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল ন্যাশনাল টিউবসের শেয়ার দর ছিল ১১০.৯ টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০১.২ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ৯.৭ টাকা বা ৮.৭৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

বৃহস্পতিবার টপটেন লুজারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো সিনথেটিকসের ৬.৪৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৫৭ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৫.৪২ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৫.৩১ শতাংশ, ইনটেক লিমিটেডের ৪.৯৭ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৫২ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের ৪.১৭ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ ইউনিট দর কমেছে।