মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১২:০৯:৪৪
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ শ্রমিকদের বিষয়টি সুরাহার আগে নতুন করে বিদেশি শ্রমিক নেবে না দেশটি। ফলে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া আবারও পিছিয়ে গেলো।
এদিকে নভেম্বরে সময় শেষ হলেও ঢাকার ১০ রিক্রুটিং এজেন্সি চুক্তি অনুযায়ী এখনও ৪০ হাজার কর্মী পাঠাতে পারেনি।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সময় বাড়াতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চলছে।
বাংলাদেশি কর্মীদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ায় বৈধ-অবৈধভাবে কাজ করছে প্রায় ১০ লাখ শ্রমিক। দেশটিতে নিয়োমিত কর্মী পাঠানো হলেও গত সেপ্টেম্বর থেকে সে প্রক্রিয়া বন্ধ রয়েছে।
দু দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক আর নানা পর্যায়ে যোগাযোগের পরও মালয়েশিয়ায় নতুন শ্রমিক প্রেরণের পথ খোলেনি।
গত ২৮ নভেম্বর ২৫তম আসিয়ান শ্রম মন্ত্রীদের সম্মেলনে নতুন করে শ্রমিক নিয়োগে অনিহা দেখায় মালয়েশিয়া।
এদিকে আগের পদ্ধতিতে গত ৩০ নভেম্বরের মধ্যে দেশটিতে যে সংখ্যক শ্রমিক পাঠানোর কথা ছিল, তারমধ্যে সব প্রক্রিয়া শেষ করেও এখনো ৪০ হাজার শ্রমিক পাঠাতে পারেনি বাংলাদেশ।
সময় বাড়ানো ব্যাপারে বাংলাদেশ হাইকমিশন চেষ্টা করছে বলে জানান শ্রম কাউন্সিলর।
তিনি বলেন, মালয়েশিয়া তাদের শ্রমবাজার বন্ধ করেনি। দ্রুত শ্রমিক রপ্তানির ব্যাপারে আশাবাদী তিনি।
তিনি জানান, বাংলাদেশি শ্রমিকদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।