গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১২:২০:১১
গাজীপুরে বাস ও লেগুনা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর সদর থানার এসআই শহিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসটি গাজীপুরের কাপাসিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে সাতজন।